
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গ্রীন চিলি চাইনিজ রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আঃ লতিফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলনের উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন উপদেষ্টা অধ্যাপক এম এ আজিজ।
নূর -ই আলম সিদ্দিকী আসাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো : শাহাজাহান সিরাজ ও সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
বক্তারা জানান, ভূমিহীনদের উপর কোন অন্যায় অত্যাচার করা যাবে না। তাদেরকে বাস স্থানের ব্যবস্থা করে দিতে হবে। দারিদ্র্য ও অবকাঠামো থেকে জাতিকে রক্ষা করতে হলে ভূমিহীনদের শিক্ষা, চিকিৎসা, বাস স্থানের ব্যবস্থা করে দিতে হবে।