প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৩৪ পি.এম
কালিয়াকৈরে ট্রাক – সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত -৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় ট্রাক - সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন আরোহীর নিহত ও অপর এক জন আরোহীর আহতের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
নিহত হলেন, জামালপুর জেলার জামালপুর সদর থানার ছুনিয়াটেকি এলাকার ওয়াহেদ চান মিয়ার ছেলে সিএনজি চালক মোঃ ওবায়দুল রহমান ( ৪০), অপর দুইজন হলেন কালিয়াকৈর উপজেলার শালদহ পাড়া এলাকার মৃত বাসক আলী মাতব্বরের ছেলে মো : আব্দুল আজিজ( ৬৫) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৬০)।
স্থানীয় সূএে জানা যায়, সিএনজি চালক ওবায়দুল রহমান উপজেলার টান- কালিয়াকৈর এলাকার মামুনের ভাড়া বাসায় ভাড়া থেকে সিএনজি চালাত কালিয়াকৈর টু ফুলবাড়িয়া - মাওনা আঞ্চলিক সড়কে। তিনি একজন কোরানের হাফেজ থাকা সত্বেও জীর্বিকার তাগিদে দেশের বাড়ি থেকে এসে ওইখানে প্রতিদিনই সিএনজি চালাত।
অপরদিকে আব্দুল আজিজের ছেলে শরিফুল জানান, আমার বা এবং মা সকাল সাতটার দিকে আমার ভাইয়ের বাসা সাভারে যাওয়ার জন্য সিএনজিতে রওনা দেন। পথিমধ্যে সিএনজি নামাশুলাই এলাকায় পৌঁছাতে ইট ভর্তি ট্রাক এসে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক সহ মা এবং বাবা নিহত হন।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা তিনটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত