প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ১:৫৬ পি.এম
কালিয়াকৈরে দুর্বৃত্তের হামলায় কলেজ ছাত্র আহত

নাজমুল হক,কালিয়াকৈরে(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি
আজ ২৭ জানুয়ারি, সোমবার, দুপুর ২টায় চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মো: সাজ্জাদ হোসেন নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অজ্ঞাতনামা ব্যক্তিরা হঠাৎ করেই দুইটি মোটরসাইকেল যুগে পাঁচ জন লোক এসে ছাত্রটিকে লক্ষ্য করে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয় লোকজন তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলার কারণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত