বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) গোয়ালবাথান এলাকায় বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন (১, ২, ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) এর আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ হুমায়ুন কবির খান।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ মোকলেছুর রহমান,জেলা ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহম্মেদ দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মো:জয়নাল আবেদীন,পৌর বিএনপির নির্বাহী সদস্য মোঃ মোতাহার হোসেন, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইফতারের আগে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অগ্রযাত্রার কথাও তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “গাজীপুর ১ আসনের মানুষ আজ পরিবর্তন চায়। তারা বিএনপির নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। আমরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। তারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অগ্রযাত্রার প্রতি আস্থা ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments