প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:২৯ পি.এম
কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের পুর্বচান্দরা পাশা গেইট এলাকায় নারী পোশাক শ্রমিক ধর্ষনের অভিযোগে বাড়ীর মালিক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাককে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। এঘটনায় ধর্ষিতা ওই পোশাক শ্রমিকের স্বামী বাদী হয়ে আব্দুর রাজ্জাককে আসামী করে কালিয়াকৈর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক(৩৮) উপজেলার পূর্ব চান্দরা পাশা গেইট এলাকার সিফার উদ্দিনের ছেলে।
ধর্ষিতার পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের পুর্বছান্দরা পাশা গেইট এলাকায় আব্দুর রাজ্জাকের বাসায় মা-বাবার সাথে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করতেন ধর্ষিতা ওই নারী পোশাক শ্রমিক। পরে প্রেমের সম্পর্কের জের ধরে একই বাসার অপর ভাড়াটিয়া আরিফুল ইসলামের সাথে বিয়ে হয় ওই নারী শ্রমিকের। বিয়ের পর নারী শ্রমিকরে মা-বাবা গ্রামের বাড়ী চলে যায়। এদিকে দীর্ঘদিন ধরে বাড়ীর মালিক আব্দুর রাজ্জাক ওই নারী পোশাক শ্রমিককে কু-প্রস্তাব দিয়ে আসছিল। রবিবার নারী পোশাক শ্রমিকের স্বামী কারখানায় কাজে যায়। সন্ধায় বাসায় একা পেয়ে বাড়ীর মালিক আব্দুর রাজ্জাক ওই নারী পোশাক শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষন করে। বিষয়টি জানার পর রাতেই ওই নারীর স্বামী বাদী হয়ে কালিয়াকৈর থানায় আব্দুর রাজ্জাককে আসামী করে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই নিজ বাড়ী থেকে বাড়ীর মালিক ধর্ষক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ। পরে সোমরার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক(অপারেশন) যোবায়ের বলেন, ভাড়াটিয়া নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ বাড়ীর মালিক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত