বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে প্রবাসির বাড়িতে  ডাকাতি 

কালিয়াকৈরে প্রবাসির বাড়িতে  ডাকাতি 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবহর এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়,উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবির বহর এলাকায় সৌদি প্রবাসী নরু মিয়ার বাড়িতে বৃহস্পতিবার রাত ২টার  দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির পশ্চিম পাশের বাউন্ডারির ওয়াল টপকে ৬-৭জন ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে মেইন গেটের তালা কেটে ঘরের ভিতর ঢুকে। ঘরে ঢুকে ডাকাত দল প্রথমে নুরু মিয়ার স্ত্রী,বড় মেয়ে ও মেঝো মেয়ের হাত পা বেধে  অস্ত্রের  মুখে বাড়ি সবাইকে জিম্মি করে বাড়িতে থাকা ১৫ ভরি স্বর্ণের গয়না নগদ ১,৪০,০০০টাকা,  একটি আই ফোনসহ দুটি মোবাইল সেট নিয়ে যায়। ডাকাত দল যাবার সময় তাদের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে যায়।
পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। ফুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য জাবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কালিয়াকের থানাদিন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। যথাসম্ভব আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments