বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈরে বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (২১ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর পৌরসভার পাশে হাইটেক মডেল সিটিতে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  জনাব মো:মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ সামছুল আলম সরকার। কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। এই মাসে আল্লাহর রহমত ও বরকত লাভের জন্য আমাদের আরও বেশি ইবাদতে মনোযোগী হতে হবে।”তিনি তার বক্তব্যে আরও বলেন বেগম খালেদা জিয়া আমার মা তার জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরেন।নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কোন সহিংসতাই জড়াবেন না। 

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments