
নাজমুল হক,কালিয়াকৈরে(গাজীপুর) নিজস্ব প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দৌড়, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফজাল হোসেন (পরিচালক আনসার একাডেমি ও অধ্যক্ষ,ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শওকত আকবর খান,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মশিউর রহমান,অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা শিক্ষার্থীদের উৎসাহিত করে বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ সারা দেশের বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।