প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:২৩ এ.এম
কালিয়াকৈর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
১৬ ডিসেম্বর (সোমবার) শ্রীফলতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র্যালীটি ফুলবাড়িয়া রোড থেকে শুরু করে কালিয়াকৈর বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড, জাতীয় পতাকা, মাথায় বিজয় দিবসের ফিতা,বিজয় দিবসের গেঞ্জি পরিহিত হাজার হাজার নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে।
গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহম্মেদ সিদ্দিকীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তার দলীয় নেতাকর্মীরা এ বিজয় দিবস পালন করেন।নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বলেন, তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে।
উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সভাপতি মুরাদ বকসী, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল মন্ডল, জেলা তাতী দলের তাতী বিষয়ক সম্পাদক মো আনোয়ার হোসেন, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, উপজেলা ছাএদলের সদস্য সচিব আলামিন হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত