
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈরে কেশব কর্মকার (৪৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ঋণের চাপে হতাশ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে । নিহত কেশব কর্মকার (৪৬) উপজেলার কালিয়াকৈর বাজার সংলগ্ন শিমুলতলী (পালপাড়া) গ্রামের ভানু কর্মকারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কেশব কর্মকার দীর্ঘদিন যাবত উপজেলার কালিয়াকৈর বাজারে স্বর্ণের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে তিনি বিভিন্নভাবে ঋণে জর্জরিত হয়ে পড়েন। ঋণে জর্জরিত কেশব কর্মকার পাওনাদারদের টাকা পরিশোধে অক্ষম হয়ে হতাশা গ্রস্ত হয়ে পড়েন।
একপর্যায়ে গত ১৮ মার্চ সন্ধ্যায় কেশব কর্মকার নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৭ মার্চ সন্ধ্যায় কেশব কর্মকার মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।