
রেজোয়ান বাদল নিজস্ব প্রতিনিধি চাঁদপুরঃ
গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মীয় শিক্ষক মাওলানা বেলাল হোসেনের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর কুমার সরকারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত ও নাতে রাসুলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর জামাত ইসলামের আমির বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা সালাউদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক সফি আহমেদ। বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য মোবারক হোসেন বেপারী। সাবেক অভিভাবক প্রতিনিধি আলমাস প্রদান। ৪ নং ওয়ার্ড জমায়েত ইসলামের সভাপতি হাবিবুর রহমান লাভূল হাজী। নারায়ণপুর পৌর যুবদল নেতা মামুন প্রধান। চার নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আল আমিন হাজী। উপস্থিত ছিলেন অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী প্রধান শিক্ষক নেছার আহমেদ ,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রধান। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নাফিজা আক্তার ও খাদিজা আক্তার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল হোসেন।