
কাহালু(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলার নারী শিক্ষার অগ্রদূত খ্যাত কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়েরে একটি শ্রেণীকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে এ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: বেলাল উদ্দীন।সভায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা: শাহনাজ বেগম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: লুৎফন্নেসা বেগম, মোছা; রেবেকা সুলতানা, মোছা: হোসনে আরা, মোছা: পিয়াসী বেগম, মোছা; বিউটি আক্তার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য খ.ম আজিজুল হক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
সভায় আনুষ্ঠানিক বকতব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হক। তিনি তার বক্তৃতায় ২৫শে মার্চ ভয়াল রাতে ঘুমন্ত নিরীহ মানুষদের ওপরে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যাযজ্ঞ চালিয়েছে তার বর্ণনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।এছাড়াও তাঁর বক্তব্যে তিনি স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের আহ্বান জানান এবং সকলকে সম্মিলিতভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের উদ্যেগে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। সেসব কর্মসূচিতে কাহালু তাইরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ও অংশগ্রহণ করার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: বেলাল উদ্দীন।
উক্ত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা।