প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ২:৫৯ এ.এম
কিশোরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
আজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় কিশোরগঞ্জ সরকারি কলেজ সম্মুখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম খুন হত্যা,আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড,নাগরিকদের মুক্তির দাবি,নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের যথার্থ বিচারের দাবিতে, কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক, বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজশিখর সরকার,কলেজ শাখা ছাত্রদলের সাজিদ ফয়সাল রাদ,শ্রী মাধব চন্দ্র রায়, সানাউল্লাহ, নুরুন্নবী ইসলাম,নাইম ইসলাম, জিসান আহমেদ,শাকিল পারভেজ,মাহমুদা আক্তার লিজা,মুন্নি আক্তার প্রমুখ। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুবায়েদ ইবনে রুবেল বলেন,বাংলাদেশে যত গুম খুন হত্যা হয়েছে বিগত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে হয়েছে বলে দেশ বিদেশে সকলেই তা উপলব্ধি করে। বিচারবহির্ভূত হত্যাকান্ড গুম খুন নির্যাতনের জন্য বিভিন্ন সময়ে বিগত দিনে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা নিন্দা জানিয়েছিলেন এ থেকেই উপনীত হয় ফ্যাসিস্ট সরকার সকল অন্যায়ের সঙ্গে জড়িত, তাই আমরা সকল হত্যাকাণ্ড গুম খুন নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামানিক বলেন, মূলত বিরোধী দলের নেতাকর্মীরা যাতে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন আন্দোলনে যোগ দিতে না পারেন, দুর্নীতির পথে বাধা হয়ে দাঁড়াতে না পারেন, সেজন্য এই ভয়ের সংস্কৃতি গুম,খুন, হত্যা। আওয়ামী সরকার বিগত ১৬ বছর যেভাবে ঘুম খুন হত্যা চালিয়েছে তথা বাংলাদেশ যত গুণ, খুন, হত্যাকাণ্ড নির্যাতন হয়েছে তার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন জবাবদিহিতা ও আইনের শাসন বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ সরকার। বিচারবহির্ভূত হত্যা খুন ঘুমের ঘটনার মধ্যে নির্যাতনে হত্যা, ক্রসফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়,, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি,ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মাধ্যমে এসব ঘটনা সংঘটিত হয়েছে, সকল হত্যাকাণ্ড গুম খুনের বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত