
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।
কিশোরগঞ্জে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২মার্চ) পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ (৫২) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর রাজকুন্তি গ্রামের জিয়া উদ্দিন মিয়া (৪৮)।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রোববার দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের (২৩ অক্টোবর) করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
অপরদিকে রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিয়া উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের (৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেপ্তারকৃত দুজনকে বর্তমানে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।