
জাহাঙ্গীর আলম, বাজিতপুর(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হলে বাজিতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এ ঘটনায় অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
বাজিতপুর থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে অধ্যক্ষ উল্লেখ করেছেন, তিনি বাজিতপুর সরকারি ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত। বর্তমানে তিনি অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। গত মঙ্গলবার ১টা ৩০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে ‘০১৭৮৪১০১৬১৪’ অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন কল আসে। সেই ফোনে পুরুষ কণ্ঠের একজন তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
এর আগে, গত ১৭ এপ্রিল গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূইয়া কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের দিন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল নতুন অধ্যক্ষের যোগদান ঠেকাতে অধ্যক্ষের রুমে তালা দিয়ে ঢাকায় চলে যায় এবং তার ফেসবুক আইডিতে নতুন অধ্যক্ষকে প্রতিহত করতে স্ট্যাটাস দেয়। পরে স্থানীয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, আমরা জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কারা ফোন করে এমন হুমকি দিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।