বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাকিশোরগঞ্জে বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায়

কিশোরগঞ্জে বৃষ্টি কামনায় ইস্তিস্কার নামাজ আদায়

মোঃআব্দুল খালেক,বিশেষ প্রতিনিধি  নীলফামারী।

দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।বৈশাখের কড়া রোদের দাপটের কারণে নানান রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই জনপদের মানুষ। বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনা করে নীলফামারীর কিশোরগঞ্জে খোলা আকাশের নিচে ‘ইস্তিস্কার নামাজ’ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সরকারী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ইস্তিস্কার নামাজ। এতে সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন- বাইতুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।।

এ সময় খতিব আব্দুর রশীদ বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিস্কার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

ইস্তিস্কার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টি কামনায় ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments