বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ র‍্যালি

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ র‍্যালি

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি করেছে সংগঠনের নেতা-কর্মীরা।সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন হওয়া উপলক্ষ্যে সংগঠনটির  কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে 

এই আনন্দ র‍্যালির আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্যসচিব ফয়সাল প্রিন্সের নেতৃত্বে আনন্দ র‍্যালিটি গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আনন্দ র‍্যালি শেষে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব ফয়সাল প্রিন্স, মুখ্য সংগঠক শরিফুল হক জয়, মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রনি, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াজ ইবনে জসীম, যুগ্ম সদস্যসচিব আদিফুর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক রহমত উল্লাহ চৌধুরী হাসিন প্রমুখ সহ বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments