
কটিয়াদী(কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলায় ভাঙ্গারির দোকান থেকে সেনাবাহিনী পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করে এবং একটি বিলে নিয়ে তা নিষ্ক্রিয় করা হয়।
বুধবার (১৯ মার্চ) আনুমানিক দুপুর ৩ টার দিকে শহরের একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামের একটি ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করে সেনাবাহিনীর টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
পরে বিকালে সদর উপজেলার মারিয়া এলাকার একটি বিলে নিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে টুটুল মিয়া দোকানে মর্টার শেলটি দেখতে পেয়ে জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে এটি শনাক্ত করে সেনা ক্যাম্পকে অবহিত করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, “মর্টার শেলটি কোন সময়ের এবং কিভাবে এটি এখানে এলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, লোহা-লক্করের সঙ্গে কেউ এটি ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে। তবে এ বিষয়ে আরো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদের তদন্ত টিম কাজ করে যাচ্ছে।