বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাকিশোরগঞ্জে ভিসা চক্রের চারজন আটক 

কিশোরগঞ্জে ভিসা চক্রের চারজন আটক 

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি 
বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে প্রতারনা করা চক্রের ৪ জন সদস্য কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। 
কানাডিয়ান নকল ভিসা, নকল পাসপোর্ট বিদেশ গমনে সংশ্লিষ্ট ভুয়া কাগজপত্র দেওয়ার নামে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসীদের কাছে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলো তারা।
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানা পুলিশ ২১-৩-২০২৫ তারিখ রাত অনুমান ২:২৫ ঘটিকার সময় বাড়ীমধুপুর ফুলবাড়ী কাচারাস্তা সংলগ্ন জনৈক মনিয়ার মিয়া এর নির্মাণাধীন বিল্ডিং এ অভিযান পরিচালনায় গেলে আসামীরা পুলিশের উপস্হিতি পেয়ে পালিয়ে গেলে পরবর্তীতে সোর্স এর মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন (১)জাহাঙ্গীর আলম(২৭),পিতা-জয়নাল আবেদীন সাং-উত্তর দুড়াকুটি,বাহাগিলী (২)রাফি হোসেন রিপন(১৯),পিতা-মৃত ফিরোজুল ইসলাম, সাং-কামারপুকুর,থানা-সৈয়দপুর(৩)মুন্না ইসলাম,পিতা-মৃত লাল মিয়া,সাং-সীট রাজীব, কিশোরগঞ্জ (৪)আইনুল(২৪),পিতা-মহুবার, সাং-মধুপুর কুটিয়াল পাড়া,নিতাই কিশোরগঞ্জ। আসামীদের কাছ থেকে ভিসা প্রতারনার বিভিন্ন আলামত ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি জানান,আসামীদের গ্রেপ্তার করে সাইবার নিরাপত্তা ২০২৩ আইনে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments