বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবকের মাধ্যমে অমর একুশে উদযাপিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবকের মাধ্যমে অমর একুশে উদযাপিত

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ৫২- এর ভাষা শহীদদের    স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কিশোরগঞ্জের জেলা প্রশাসন, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। 
এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর সহ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি দৃশ্যমান ছিল।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments