বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাকিশোরগঞ্জে ৩৩ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল

কিশোরগঞ্জে ৩৩ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল

রাশেদ নিজাম শাহ।। কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি

 গত সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে  বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে কেজি প্রতি ৮ টাকা তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। সে হিসাবে প্রতি লিটারে ৮ টাকা দাম বাড়িয়ে খোলা তেল  ১৪৯ টাকা থেকে ১৫৭ টাকা এবং বোতলজাত তেল প্রতি লিটার ১৬৭ থেকে ১৭৫ টাকা করা হয়েছে। কিন্তু সরকার দাম নির্ধারণ করে দেয়ার ফলেও আজ রবিবার ১৫ ডিসেম্বর দুপুর ২ ঘটিকা পর্যন্ত কিশোরগঞ্জ বাজারে প্রতি লিটার ৩৩ টাকা বেশি হারে খোলা তেল ও বোতলজাত তেল ১৫-২০ টাকা বাড়তি  রেটে বিক্রি হচ্ছে। সরোজমিনে অনুসন্ধান করলে ভিতরবাজারের খুচরা ব্যবসায়ী আঃমালেক বলেন,বোতল তেল পাচ্ছি না। পাইকারি ব্যবসায়ীরা নিজস্ব খুচরা কাস্টমার ভেদে বোতল তেল বিক্রি করতেছে বলে শুনলাম।খুচরা ব্যবসায়ী ভুট্টু বলেন, বোতলের তেল নেই ভাই,ডিলার দিচ্ছে না।খুচরা ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, নাম্বার ওয়ান এর ডিলার আমার কাছ থেকে কয়েকদিন আগে বিক্রয় মূল্য রেটে ৫০০ গ্রাম তেল ৮৭ টাকা নিয়েছে, আমি এখন কত বিক্রি করব বলেন আমি বলছিলাম ৮৭ টাকা কেন তারা বলেছিলো নিলে নেন না হলে বাদ দেন। খুচরা ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, অনেক ব্যবসায়ী বোতলজাত তেল ড্রামে ঢেলে খুচরা হিসেবে বিক্রি করতেছে বেশি লাভের জন্য,যার কারনে বোতলজাত তেল সঙ্কট হচ্ছে।
খুচরা ক্রেতা সার ব্যবসায়ী মনোয়ার হোসেন বাবু বলেন,চারদিন আগে আমি ৩ লিটার তেল নিয়েছি ১৮০ টাকা পার লিটার। দোকানদারকে জিজ্ঞেসা করলে সে বলে বাড়তি দামে কেনা ভাই। কেশবা গ্রামের রবিউল ইসলাম দৈনিক প্রথম বাংলা সাংবাদিক উপস্থিত থাকাকালীন প্রশ্ন করলে বলেন, বোতল জাত সয়াবিন তো পেলাম না দেখলেন, আপনার সামনে তো দোকানদার বলল নেই, খোলা সয়াবিন পাওয়া যাচ্ছে ১৯০ টাকা করে কিন্তু আমি ভরসা পাই না এখন বিকল্প হিসেবে সরিষার তেল নিবো। পুষনা গ্রামের আব্দুর রহিম বলেন,খোলা সয়াবিন তেলের উপর তো বিশ্বাস নেই বাধ্য হয়েই কিনলাম কি আর করার বোতল তো পেলাম না খোলা ১৯০ টাকা করে কিনলাম। দৈনিক প্রথম বাংলা সাংবাদিক উপস্থিত থাকাকালীন 
খুচরা ক্রেতা মইনুদ্দিন শেখ বলেন,বোতল জাত তেল না পেয়ে খোলা তেল নিচ্ছি ১৯০ টাকা করে নিল আপনি তো সামনে, আপনি তো দেখলেন ১৯০ টাকা হারে নিল। আমরা সাধারণ জনগণ তো বলির পাঠা আমাদের কি করার আছে বলেন। শুনলাম কয়েকদিন আগে তেলের বড় গাড়ি ঢুকেছিল কিশোরগঞ্জে কিন্তু সে তেল কোথায় বাজারে তো বেশিরভাগ দোকানে বোতলজাত তেল নেই।বড়ভিটা,গাড়াগ্রাম ও মাগুড়া ঘুরে দেখা যায় বোতল জাত সয়াবিন তেল নেই,খোলা তেল বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকা। এলাকার মানুষজন তেল নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে। নিত্য পণ্যের বাজারে এমন কারসাজি বন্ধে কার্যকর উদ্যোগের দাবি সাধারন মানুষের। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক মুঠোফোনে বলেন,আমরা বাজার মনিটরিং করতেছি,বেশি দামে তেল বিক্রি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments