বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাকিশোরগঞ্জে ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

কিশোরগঞ্জে ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ,কটিয়াদী,( কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।।

কিশোরগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৫ টিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য  প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) ৫ টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, কেন্দ্রীয় নির্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৫ টিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments