প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৫, ১১:২৫ এ.এম
কিশোরগঞ্জ উপজেলা ছাএদলের সদস্য ফরম বিতরণ

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
কিশোরগঞ্জ উপজেলায় বিগত দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ছাএদের নিয়ে সাংগঠনিক তৎপরতা এবং যোগ্য নেতৃত্ব বাছাই কার্যক্রম চলছে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জ সরকারি কলেজে প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্ভোবন করা হয়।
আজ দুপুর ২ টার সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ উপজেলা সরকারি কলেজে সাধারন ছাত্র-ছাত্রীদের মধ্যে সদস্য ফরম বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক উপায়ে সদস্য ফরম বিতরনের আয়োজন করেছি, সেজন্য যার যার ইচ্ছা,গণতান্ত্রিক দল হিসেবে আমরা চাচ্ছি, আপনারা সকলেই সদস্য ফরম নিতে পারেন এবং একই সাথে ঘোষণা করছি,শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন নেতাকর্মী যেন সদস্য ফরম গ্রহণ না করতে পারে, যাচাই-বাছাই করার জন্য জেলা ও উপজেলা ছাএদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন।
এ সময় আরও উপস্হিত ছিলেন,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামাণিক, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, কিশোরগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পলাশ ইসলাম, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক সম্রাট মিয়া,সদস্য আবু বক্কর সিদ্দিক, কিশোরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের মাসুদ রানা, সাগর মিয়া,রোকনুজ্জামান রোকন, রাদ প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত