
রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতি নিধি
আজ শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি উপজেলা বিএনপি মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,
এই দিনটি শুধুমাত্র একটি স্মৃতিচারণ বা শোক দিবস নয়, বরং এটি একটি অনুপ্রেরণা ও চেতনার দিন। এই দিনটি আমাদেরকে শিক্ষা দেয় যে, মাতৃভাষার অধিকারের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়।এই দিনটি আমাদেরকে শেখায় যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে কতটা সাহসী হতে হয়।
সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আমাদেরকে শিক্ষা দেয় যে, সকল ভাষারই সমান মর্যাদা রয়েছে। এই দিনটি আমাদেরকে শেখায় যে, ভাষার মাধ্যমেই আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করি।
এ সময় আরোও উপস্হিত ছিলেন,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈবনে সাইদ সুজন,উপজেলা কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ রায়,যুবদলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম দুলু,উপজেলা ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক,বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, কলেজ শাখার সাবেক সাঃ সম্পাদক পলাশ ইসলাম,যুগ্ন আহবায়ক এনামুল হক কৃষকদল তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা,যুবনেতা বেলাল হোসেন,হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ও জেলা সদস্য মাসুদ রানা পাটোয়ারীর নেতৃত্বে মিছিল নিয়ে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন।