
রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতি নিধি
আজ রবিবার ২৩ মার্চ বিকাল ৫ টার সময় শরীফাবাদ হাই স্কুল এন্ড কলেজ মাঠে কিশোরগঞ্জ উপজেলা গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক রাজিয়ুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার,কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিঃ সভাপতি বিলকিস ইসলাম, সাঃ সম্পাদক শাহীন আকতার,সৈয়দপুর উপজেলা বিএনপির সহঃ সভাপতি কাজী একরামুল হক, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম।
আরোও উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা দলের সাঃ সম্পাদক রোকসানা আফরোজ সাথী,
কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু,সদস্য সচিব দেবাশীস রায়,যুবদলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম দুলু, ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক,বিএনপির ছাএবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,যুবদলের বেলাল হোসেন,হাবিব সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন,আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি দীর্ঘ ১৬ বছর পরে আমরা একএিত হতে পেরেছি।আপনারা লক্ষ্য করেছেন আওয়ামীলীগ হচ্ছে চোরের দল,লুটের দল।আপনারা ২০১৪ সালে ভোট দিতে পারেননি।২০১৮ সালের দিনের ভোট রাতে হয়েছে।২০২৪ সালের ভোট আমি আর তুমি ভোট, দালালদের ভোট হয়েছে।স্বপ্ন দেখেছিলেন ৪১ সাল পর্যন্ত থাকবেন।এত আশা আর অহংকার টেকে নাই।আওয়ামীলীগ নাকি পালায় না, পালাবেনা কোথায় এখন,পালিয়ে গেছে।এখন দেশে একটা নির্বাচন হবে। আমারা প্রস্তুত আছি আগামী দিনে আওয়ামীলীগের সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে একটা সুষ্ঠু নির্বাচন করবো।এটুকু বলতে চাই গাড়াগ্রাম কিশোরগঞ্জ বাসী বাধো জোট,আগামী দিনে সবাই মিলে ধানের শীষে দিবো ভোট।
কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিঃ সভাপতি বিলকিস ইসলাম বলেন,বিগত দিনে আমরা রাজনীতি করতে পারি নাই।বেগম জিয়ার জন্য দুটি কথা বলতে পারি নাই,দোয়া করতে পারি নাই,আজকে আল্লাহ তায়ালার রহমতে কথা বলতে পারছি।আজ হোক কাল হোক দু মাস পরে হোক দেশে নির্বাচন হবে, ধান পেকে গেছে, ধান লেগে গেছে,মানুষ উদগ্রীব হয়ে আছে ধানের শীষে ভোট দেয়ার জন্য,আমরা যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানাচ্ছি।