আবু সালেহ মোঃ হামিদুল্লাহ, কটিয়াদী,(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।
দীর্ঘ ষোল বছর পর কিশোরগঞ্জ জেলা জামাতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা জেলার বিভিন্ন উপজেলার নেতা কর্মী ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও সাজ সাজ রবে অংশ গ্রহণ করেছে। শনিবার সকাল ৮ টা থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেন্টার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী। দীর্ঘ 16 বছর পর এইরকম রোকন সম্মেলন উপলক্ষে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তরুণ নির্মাণ করা হয়। দায়িত্বশীল নেতারা মনে করেছে সম্মেলনের মাধ্যমে তাদের দল আরও সুসংঘটিত হবে জেলা আমি বলেন ২০১০ সালে পর থেকে এভাবে প্রকাশ্যে সকল রোকন ও নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের স্বৈরশাসকের কারণে একত্রে কোন সম্মেলন করা যায়নি। নেতারা আরও বলেন অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা দিতে হবে অন্যথায় আওয়ামী লীগের দোসররা আবার দেশের উপর চেপে বসবে।
নেতার আরো বলেন আগামী নির্বাচনে কোন চোর, ডাকাত, ব্যবসায়ী, দুর্নীতিবাজ কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। সম্মেলন শেষে তারা দেশ ও দেশের জনগণের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।