
মোঃ আব্দুল খালেক,বিশেষ প্রতিনিধি নীলফামারী।
নীলফামারীর কিশোরগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পোষো বালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।এ ঘটনায় ঘাতককে আটক করতে না পারলেও মোটরসাইকেলটি জব্দ করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মে) সকাল ১১ টায় উপজেলার ব্রাক অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা কেশবা জুগিপাড়ার মৃত্যু যোগেন্দ্র দেব নাথের স্ত্রী।
প্রদক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা ব্র্যাক অফিস মোড়ে গাছের ডাল কুড়ানোর সময় রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে দ্রুত গতিতে আসা মোটর সাইকেলটি ধাক্কা দিলে বৃদ্ধ ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন,চালককে পাওয়া যায়নি তবে মোটর সাইকেল জব্দ করা হয়েছে।