
পলাশ মাহমুদ ||
কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে সমাজের বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়
স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী উপজেলা শাখার সদস্য কে এম আলম টমে , কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেন, উলামা পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলী, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস মধু।
জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা মাহমুদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হালিম।