প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৩:০৬ এ.এম
কুমারখালীতে ঘর বাড়ি ভেঙে জোর পূর্বক জমি দখলের চেষ্টা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্ৰামে ঘর বাড়ি ভেঙে ক্রয়কৃত জমি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত (১৫ মার্চ) সকাল ৮ টার দিকে দয়রামপুর গ্ৰামের আরমান শেখর ছেলে মোঃ জামাল উদ্দিন শেখ (৫০) এর ক্রয়কৃত জমিতে থাকা ঘর বাড়ি ভেঙে জমি দখলের চেষ্টা চালায় একই গ্ৰামের মৃত হাফিজুল শেখর ছেলে সিরাজ শেখর গংরা।
জানা যায়, চর ভবানীপুর মৌজার (১০৪) দাগের ৫ শতাংশ জমি একই গ্রামের আব্বাস শেখের ওয়ারিশদের কাছ থেকে প্রায় ১০ বছর আগে ৫ শতাংশ কেনেন জামাল উদ্দিন। সেই জায়গা নিজেদের বলে দাবি করেছে সিরাজ শেখ ও তার আত্মীয়স্বজনরা।
ভূক্তভোগী জামাল উদ্দিন বলেন, আমার জমিতে আমার ঘর থাকলেও সিরাজ ও তার আত্মীয়স্বজনরা। সেই ঘর ভেঙ্গে দিয়ে দখল করে নেওয়ার চেষ্টা করেছে। আমি প্রায় ১০ বছর আগে, চর ভবানিপুর মৌজার (১০৪) নং দাগের এই জমি ক্রয় করি। সেখানে আমার ঘর বাড়ি করা রয়েছে। হঠাৎ করে সিরাজ গংরা এই জমি তাদের দাবি করে। আমার ঘর বাড়ি ভেঙে দখলের চেষ্টা করেছে তারা। এই বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এই বিষয়ে সিরাজ শেখ বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমরা এই জমিতে ৬ শতাংশ জমি পাবো। এতো দিন তারা জোর করে দখলে রেখেছিল। এই বিষয়ে কোর্টে মামলা রয়েছে।
কুমারখালী থানা সূত্র থেকে জানা গেছে, এই জমিটির বিষয়ে অভিযোগ পেয়েছি। দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত