
মোঃ আবু জাফর,কুমিল্লা আদর্শ সদর(কুমিল্লা)শিক্ষানবিশ প্রতিনিধি।
গতকাল রবিবার (২ জুন) কুমিল্লায় ইজি ফ্যাশন লিমিটেডের ৮৭ এবং ৮৮ তম শাখা যাত্রা শুরু করে। কুমিল্লা নগরীর রুপায়ন দেলোয়ার টাওয়ারের প্রথম ফ্লোরে ৮৭ তম শাখাটি উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের মাননীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পাশাপাশি ৮৮ তম শাখার কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান আসাদ চৌধুরী, ডিরেক্টর তৌহিদ চৌধুরী।
প্রধান অতিথি ইজি ফ্যাশন লিমিটেডকে কুমিল্লার পক্ষ থেকে অভিনন্দন জানান পাশাপাশি নিজেদের সুনাম বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার অনুরোধ করেন। ডিরেক্টর তৌহিদ চৌধুরী দুটি নতুন শাখা উদ্বোধন করতে পেরে মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্রেতা চাহিদা ও পণ্যের উচ্চতর মান বজায় রাখার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, ইজির শোরুমে ছেলেদের ও শিশুদের সব ধরনের পোশাক পাওয়া যাবে। মূলত ইজির পোশাক মানে নতুনত্বের ছোঁয়া। রকমারি ও বাহারি পোশাকের কালেকশন রয়েছে ইজিতে। এখানে পাওয়া যাবে টি-শার্ট, পলো শার্ট ,ফরমাল শার্ট এবং পাঞ্জাবি। শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা প্রদান আমাদের মূল লক্ষ।