বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকুমিল্লায় ৩২ টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার।

কুমিল্লায় ৩২ টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার।

মোঃ আবু জাফর কুমিল্লা (আদর্শ সদর)শিক্ষানবিশ প্রতিনিধি।

বিশেষ প্রতিবেদন: গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় গণভবনে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রায় ১৮ হাজার ৫৬৬ টি নতুন ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। সরকারের ফ্ল্যাগশিপ আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এইসব ঘর নির্মাণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, “বিনামূল্যে সরকারি বাড়ি গৃহহীনদের আত্মমর্যাদা এনে দিয়েছে।”

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩২ টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াসমিন পারভীনের উপস্থিতিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলা মিলনায়তনে এই ঘরগুলোর মালিকানা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, ৬ ইউনিয়নের চেয়ারম্যানগন, বীর মুক্তিযোদ্ধারা এবং সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসনে প্রথম কর্মসূচি চালু করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও বাড়ি প্রদানে একটি আশ্রয়ন প্রকল্প হাতে নেন। এই প্রকল্পের প্রতিটি বাড়িতে দুটি শয়নকক্ষ, একটি বাথরুম, একটি রান্নাঘর ও একটি বারান্দা রয়েছে। বর্তমানে দেশের আরো ৭০ টি উপজেলা

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments