বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার জাফরগঞ্জ এলাকার বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মনির হোসেন (৩৫) এবং খাগড়াছড়ি রামগঞ্জ উপজেলার মোহন মিয়া (৩৪)। তারা দুইজন জাফরগঞ্জ বাজারের ডিশ লাইনের শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments