
মোঃ আবু জাফর, কুমিল্লা (আদর্শ সদর)শিক্ষানবিশ প্রতিনিধি।
বিশেষ প্রতিবেদন: কুমিল্লা নগরীর অদূরে দৌলতপুর – ঝাঁকুনিপাড়ায় অবস্থিত শহরের সবচেয়ে বড় ডাম্পিং স্টেশন। প্রায় তিন দশক ধরে কুমিল্লা সিটি কর্পোরেশনের সব আবর্জনা এখানে ফেলা হয়। ফলে পরিবেশ বিপর্যয় সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন ২২ টি গ্রামের বাসিন্দা।ঐ ভাগাড়ে আগুনে পোড়ানো আবর্জনার ধোঁয়া ও দুর্গন্ধ এলাকাবাসীর চলাফেরায় চরম আকার ধারণ করেছে। শ্বাসকষ্ট ,চর্ম ও ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষ। এলাকাবাসীকে দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা এ ডাম্পিং স্টেশনকে “ওয়েস্ট টু এনার্জি”তে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছেন। গতকাল কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা
আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ও কুসিক মেয়র এলাকাটি সরজমিনে পরিদর্শন করেন।
মাননীয় মেয়র সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে।
তিনি রিসাইকেল বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরেন। ময়লা শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াটি হবে পরিবেশবান্ধব। এখানে বিশ্বব্যাংকের সহায়তায়
দুইটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট অন্যটি ওয়েস্ট এনার্জি। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এলাকাবাসী দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবে পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ রাষ্ট্রের কাজে ব্যবহার করা হবে। তিনি সবাইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।