বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকুমিল্লা মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষের নবীন বরণ ও পরিচিতি সভা।

কুমিল্লা মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষের নবীন বরণ ও পরিচিতি সভা।

মোঃ আবু জাফর,কুমিল্লা আদর্শ সদর(কুমিল্লা)শিক্ষানবিশ প্রতিনিধি।

বিশেষ প্রতিবেদন: গত বুধবার( ৫ জুন) কলেজ অডিটোরিয়ামে কুমেক এমবিবিএস প্রথম বর্ষের নবীন বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডাঃ আব্দুল বাকী আনিস, স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ মোর্শেদুল আলম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাঃ ইজাজুল হক।

প্রধান অতিথি বক্তব্যের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে নিজের অনুভূতি শেয়ার করেন। তিনি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে নিজেকে গর্বিত মনে করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডাক্তার হওয়া অনেক গৌরবের কিন্তু একজন ভালো মানুষ দেশের জন্য অতি জরুরী। অধ্যক্ষ ডাঃ ইজাজুল হক বলেন কুমিল্লা মেডিকেল কলেজে এক সময় আবাসন সংকট ও আধুনিকায়নের ঘাটতি ছিল কিন্তু বর্তমানে সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সুযোগ-সুবিধা তৈরি করে দিয়েছে। আমাদের প্রয়োজন শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

কুমিল্লা মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষের নবীনবরণ ও পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রথম বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments