
রবিউল হক (কুয়েত)
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ, কুয়েত’র ২০২৪/ ২০২৫ ইং এর নতুন কার্য্যকরী কমিটির অভিষেক ও বনভোজন অনুষ্ঠান। বৃহস্পতি ও শুক্রবার । কুয়েত সিটি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ছেবদী অঞ্চলে একটি রিসোর্টে দুইদিন ব্যাপী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ নাছির উদ্দিন হাওলাদারে’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শাহীন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফরিদ উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপি’র সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দর আলী, বিএনপি’র সাবেক সদস্য সচিব শওকত আলী, কুয়েত বিএনপি’র সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ নজরুল, জালালাবাদ এসোসিয়েশন কুয়েত’র সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, কুয়েত বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল, বিশিষ্ট বসায়ী বেলাল হোসেন, জাফর আহমেদ, মোহাম্মদ মানিক মোল্লা, মন্জুর রহমান মন্জু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে একটি বন্ধন তৈরি করতে এবং যেকোনো উৎসব ও বিশেষ দিনে প্রবাসে স্বজনদের অভাব ভুলে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষ্য তৈরি করতে এমন আয়োজন বলেন জানান আয়োজকরা।
গান পরিবেশন করেন প্রবাসীরা এবং বনভোজনে সব বয়সীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সভাপতি
এরই মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।