বাড়িবাংলাদেশেকুলাউড়ায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ইটভাটার কর্তৃপক্ষ

কুলাউড়ায় কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ইটভাটার কর্তৃপক্ষ

কুলাউড়া(মৌলভীবাজার)শিক্ষানবিশ প্রতিনিধিঃ

উপজলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে এমএনএইচ ব্রিক ফিল্ডের মালিকপক্ষ ৩ বছরের জন্য মানিক বর্ধনের কাছে ব্রিকফিল্ডটি ইজারা দেন।

এ সুযোগে ইজারাদার মানিক বর্ধন ইট বিক্রির নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেন। প্রতারণার প্রতিকার চেয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন মালিকপক্ষ।কিন্তু কেউ কোন সমাধান না পাওয়ায় প্রতারকের শাস্তি ও পাওনা টাকা উদ্ধারের দাবিতে মালিক পক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

জানা গেছে, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া এলাকায় অবস্থিত এমএনএইচ ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারীরা হলেন নজিবুর রহমান, আলী হায়দার ও আহমদুর রহমান। তারা তিনজনই একই এলাকার বাসিন্দা।

২০১৫ সালে অন্যতম স্বত্বাধিকারী নজিবুর রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের উভয়ের মতে ব্রিক ফিল্ডটি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি জানতে পেরে ব্রিকস ফিল্ডের ম্যানেজার মধ্য হিংগাজিয়া গ্রামের ভূপেন্দ্র বর্ধনের ছেলে মানিক বর্ধন ব্রিক ফিল্ডটি লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ অবস্থায় স্বত্বাধিকারীদের পক্ষে নজিবুর রহমান বিগত ২০১৬ সালের ১ মে মৌলভীবাজার আদালতের অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাসের এফিডেভিটের মাধ্যমে তিন বছরের জন্য ১৫ লাখ টাকা ভাড়া নির্ধারণ করে চুক্তিবদ্ধে ইজারা দেন। মেয়াদান্তের পর মানিক বর্ধন পুনরায় লিজ নিতে চাইলে

২০১৯ সালের ১ অক্টোবর হতে আরও ২ বছরের জন্য একই আইনজীবীর মাধ্যমে এফিডেভিট ও

অঙ্গীকারনামা করে মানিক বর্ধনকে পুনরায় ইজারা দেন। অঙ্গীকারনামায় স্পষ্ট করে উল্লেখ করা হয়,

ইটভাটা পরিচালনা করতে যত ধরণের লাভ-লোকসান

দেনাপাওনা সম্পূর্ণ দায়ভার মানিক বর্ধন নিজ দায়িত্বে বহন করবেন।

এদিকে মালিকপক্ষের অবর্তমানে ইজারাদার মানিক বর্ধন বিভিন্ন মানুষকে ইট দেওয়ার কথা বলে কোটি টাকা অগ্রিম তুলে নিয়েছেন। কিন্তু পরবর্তীতে গ্রাহককে ইট বা টাকা দিব দিচ্ছি বলে টালবাহানা শুরু করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments