বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলাকুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে স্বামী স্ত্রী ও মেয়ের মৃত্যু। 

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারে স্বামী স্ত্রী ও মেয়ের মৃত্যু। 

রেজাউল ইসলাম, কুমারখালি, কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন আব্দুস সালাম (৫০) তার স্ত্রী রুপা খাতুন (৪৫) এবং মেয়ে ছাবা (১২) আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার হাউজিং বি ব্লকের নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ছেলে সিয়াম (১৪) সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এজন্য বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান বাড়ীর মালিক সালাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন।তিনি ও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে শাবা ও ছেলে সিয়াম যায়। এতে সালাম, রুপা ও সিয়াম মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments