
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. গিয়াস উদ্দিন (৮০)। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেসপিরেটরি ডিসট্রেস ও লো ব্লাড প্রেসারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাইসুদ্দিন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তার হাজতি নং-১২১৫৯। তিনি ২০১৯ সালের ২০ মার্চ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় বন্দি ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকালে অসুস্থ এক হাজতিকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।