বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগকোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না। মেজর(অব.) হাফিজ 

কোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না। মেজর(অব.) হাফিজ 

অপু হাসান।লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
বুধবার ১৫ জানুয়ারি সন্ধার পর লালমোহন তার বাসভবনে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি আরো বলেন জনগনের ভোটে  নির্বাচিত সরকারই  সংবিধান প্রণয়ন করতে পারে।  সংবিধান হলো রাষ্ট্র আইন কানুন প্রণয়ন করা। কোন অনির্বাচিত সরকার তা প্রনয়ন করতে পারে না। এখন বিভিন্ন কথা বলে সংবিধান করতে চায়। দেশে নতুন নতুন বুধ্বিজীবির সৃস্টি হচ্ছে, তারা নতুন নতুন বুধ্বি দিচ্ছে। ৭১ সারে আমরা যুদ্ধ করেছি আজ এক শ্রেণীর লোক বলছে ২৪ সালেই সবকিছু হয়েছে  ৭১ সালে কিছুই হয় নাই। এক শ্রেনীর মানুষ নেতা হতে চায় যাদের জনগণের সাথে কোন সম্পর্ক নাই।নেতা হতে হলে জনগনের সমর্থন লাগে।  ড. ইউনুস ভালো মানুষ  কিন্তু তার কোন রাজনৈতিক অভিজ্ঞতা নাই।তার চারপাশে কিছু শয়তান মানুষ রয়েছে যারা দেশকে অশান্তি সৃস্টি করার জন্য  উল্টা পাল্টা বুধ্বি দেয় । নেতা কর্মীদের উদ্দেশ্য হুশিয়ারি দিয়ে বলেন কোন সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপিতে থাকতে পারবে না।  বিএনপি ভদ্র ও দেশের মানুষের কল্যানে কাজ করে, জনগনের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।  দেশে একটা  ট্রাইবুনাল রয়েছে তারা চেস্টা করছে কিছু ন্যায়  বিচার করার জন্য । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু,  উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ ছাদেক মিয়া জান্টু, যুগ্ম আহ্বায়ক সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহিন, যুগ্ন আহবায়ক সফিউল্লাহ হাওলাদার,।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments