বাড়িবিশ্ববিদ্যালয়জগন্নাথ বিশ্ববিদ্যালয়ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি কনসার্ট এর অর্থ পরিবারকে হস্তান্তর

ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি কনসার্ট এর অর্থ পরিবারকে হস্তান্তর

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ব্লাড ক্যান্সারে (নন- হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার জন্য চ্যারিটি কনসার্ট ও অন্যান মাধ্যমে সংগ্রহীত অর্থ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের তাঁর পরিবারের সদস্যদের নিকট সংগ্রহীত ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ পাল ও সাধারণ সম্পাদক মাহির আমির মিলন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ‘কনসার্ট ফর জহির’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট হয়েছিল।

কনসার্টে  কুঁড়েঘর, মেট্রোলাইফ, অডড সিগনেচার, এনকোর, চান্দের গাড়ি, গল্প, প্রতিবিম্ব, মনের মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব ব্যান্ডদলসহ মোট ১৪ টি ব্যান্ডদল অংশ নিয়েছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments