মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি)।
লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ সাকিব। বাইট্টাপাড়া বাজারের পাশেই বসবাস। বয়স কম হলেও ছেলেটি শারীরিকভাবে বেশ লম্বা এবং চেহারাটা মায়াবী। ছোটবেলা হতেই ছেলেটা খুব শান্ত শিষ্ট, হাস্যজ্জল, বিনয়ী স্বভাবের। কিন্তু সেই ছেলেটি আজ ক্যান্সারে আক্রান্ত।
সাকিবের পিতা আব্দুল আউয়াল বাইট্টাপাড়ায় সুপরিচিত মাহিন্দ্রা চালক। ছেলেটার আরেকটি পরিচয় হলো ও আটারকছড়া ইউনিয়নের মরহুম সিরাজুল ইসলাম চেয়ারম্যানের নাতি। সাকিব, বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান। সন্তানের এই পরিস্থিতিতে বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই খুব ভারাক্রান্ত। সাকিব বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (৯ তলায়) ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী শাকিবের ব্লাড ক্যান্সার।
ডাক্তারের পরামর্শ হলো, আল্লাহ চাইলে চিকিৎসায় তাকে সুস্থ করা সম্ভব। তবে তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এতে আনুমানিক ১০ লক্ষ টাকা ব্যয় হতে পারে।
স্কুল শিক্ষার্থী সাকিবের বাবা মোঃ আউয়াল জানায়,
আমি একজন গরিব মাহিন্দ্রা ড্রাইভার। আমার ছেলের চিকিৎসার জন্য এতো টাকা সংগ্রহ করে চিকিৎসা করানো আমার পক্ষে অসম্ভব। আমার পৈতৃক সম্পত্তি হিসাবে করল্যাছড়ি বাজারে একটা দোকান প্লট ছিল। সেটাও বিক্রি করে পরীক্ষা-নিরীক্ষা সহ বর্তমান হাসপাতাল খরচ চালানো হচ্ছে। এখন আর বিক্রি করার মত আর কোন সম্বল নাই। মর্মান্তিক বিষয় হলো, সাকিবের দাদী গত তিনদিন আগে চট্টগ্রামের মেডিকেলে চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেন।
গত তিনদিন হলো ভাই আমার মা আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি এখন নিরুপায়, ছেলের জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারছিনা।
ভাই আমার ছেলেটার জন্য কিছু করেন।
জানাযায়, সাকিবে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর উদ্যোগে সাকিবের জন্য চিকিৎসা সহায়তা ফান্ড গঠনের প্রক্রিয়া চলছে।
লংগদু উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের আহবায়ক মোঃ হারুন অর রশিদ জানান, সাকিবের বাবা ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেন। সেই প্রেক্ষিতে আমরা আমাদের সাধ্যানুযায়ী ফান্ড গঠনের জন্য আজ শুক্রবার( ৭ জুন ২০২৪) সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে বেশ কয়েকজন সাহায্যের হাত বাড়িয়েছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাকিবের চিকিৎসা অত্যান্ত ব্যায় বহুল। সকলের প্রতি অনুরোধ থাকবে এই বাচ্চাটার চিকিৎসা সহায়তা এগিয়ে আসবেন। ছায়ানীড়ের পক্ষ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাকিবের চিকিৎসার জন্য সহযোগিতা করতে নিম্নোক্ত নাম্বার গুলোতে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আপনারা যারা মানবিক দৃষ্টিতে সাকিবের জন্য চিকিৎসা সহায়তা করতে চান তারা "ছায়ানীড় লংগদু" কর্তৃক নিন্মোক্ত নির্ধারিত নম্বরে সহায়তা পাঠাতে পারবেন।
বিকাশঃ
01874192070 (এজেন্ট)
01876635452 (পার্সোনাল)
01829662357 (পার্সোনাল)
নগদ, রকেটঃ
01876635452(পার্সোনাল)
ইসলামী ব্যাংক হিসাব নং- 20507770205402405 (আল আমিন ইমরান)
ডাচ বাংলা ব্যাংক হিসাব নং - 7017325305393 (আমিনুল ইসলাম)
প্রফেসর মোঃ হারুন অর রশিদ
আহবায়ক
ছায়ানীড়, লংগদু উপজেলা, রাঙ্গামাটি।
(একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।