
মো: কাওসার আহমেদ দূরন্ত , কিশোরগঞ্জ সদর(কিশোরগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
কারিগরি শিক্ষায় অবৈধ ভাবে অকারিগরি ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ ও বিভিন্ন পদে অকারিগরি কর্মকর্তাদের অপসারণের
দাবিতে কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার, ২০ মার্চ সকাল সাড়ে
দশটায় কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনের রাস্তায় অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টা ব্যাপি মানববন্ধনে শতশত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এসময় সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা কাওসার আহমেদ দূরন্ত। তিনি এই আন্দোলন’কে পলিটেকনিক শিক্ষার্থীদের কোটা আন্দোলন বলে অবহিত করেন।
তিনি তার বক্তব্যে বলেন আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন পলিটেকনিক এর সমস্ত শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। আরোও বলেন আমরা ২০১৩ তে রক্ত দিয়ে আন্দোলন করেছি এই সমস্ত অবৈধ ক্রাফটদের বিরুদ্ধে আবারোও আন্দোলন শুরু করেছি। যতদিন না আমাদের অধিকার আদায় হচ্ছে ততদিন রাজপথে থাকার’ও হুশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকাসহ বিভিন্ন দাবি তোলা হয়।
ক্রাফট ইন্সট্রাক্টর বিষয়ের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয়(মাহবুবুর রহমান) স্যার এবং ভাইস প্রিন্সিপাল (ইঞ্জিনিয়ার শামসুল আলম) স্যার (সাধারণ শিক্ষার্থী)সাথে একমত পোষণ করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিকট দাবীসমূহ তুলে ধরছে।
মো: কাওসার আহমেদ দূরন্ত