বাড়িঢাকা বিভাগঢাকা জেলাক্রিয়েটিভ ফাউন্ডেশনের পলিথিন বিষয়ক শীর্ষক সেমিনার

ক্রিয়েটিভ ফাউন্ডেশনের পলিথিন বিষয়ক শীর্ষক সেমিনার

মোঃ রমজান আল মাহমুদ ।। গাজীপুর সদর (গাজিপুর)শিক্ষানবিশ 

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় ক্রিয়েটিভ ফাউন্ডেশন। ফাউন্ডেশন শুরু থেকেই ভিবিন্ন তথ্য দিয়ে সেবা করে আসছে।
আজ ২৪ এ নভেম্বর ২০২৪ ইং রোজ রবিবার  বিকায় ০৫ টায়,ফাউন্ডেশন কর্তৃক মুক্তিযোদ্ধা কলেজ মাঠে পলিথিন বিষয়ক শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ারি মোঃ সোহাগ মিয়া,সভাপতি মোঃ জুনায়েদ আল হাবীব বি এস সি,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদন মোঃ রমজান আল মাহমুদ বিবিএ, সাংগঠনিক সম্পাদক মো আমিনুল ইসলাম রিদয়( বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ),প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব ( বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজসেবক ),কোষাধ্যক্ষ মোঃ শাকিল হোসেন সুমন।এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সদস্য মিলন,মনসুর আলম,আব্দুল হান্নান সহ অনেকেই। 
এ সময় সাধারণ সম্পাদন তার বক্তব্য পলিথিন এর ব্যাবহার,অপ্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন।
তিনি তার বক্তব্য বলেন আমরা যে কোল্ড ড্রিংক খাই তার বোতল যেখানে সেখানে ফেলে প্রকৃতিক উর্বরতা হ্রাস ও প্রাকৃতির ভারসাম্যর ক্ষতি করছি।এক দিকে বাজারের পলিথিন আবার অন্যদিকে প্লাস্টিক বোতন।পলিথিন ব্যবহার রোধে যেমন আইন ও সীমাবদ্ধ তৈরি করা হচ্ছে ঠিক বোতল ব্যাবহার ও বাজারজাত করনে কিছু আইন করা যেতে পারে।যেমন সেভেন-আপ,কোকাকোলা ও স্প্রীড সহ আমারা যেসব কোমল পানি খাই তার পর ঐ বোতল আমরা কি করি?যেখানে সেখানে ফেলে দেই।এইভাবে নদী-নালা,খাল-বিল, উর্বর জমি দিন দিন হুমকির মুখে পড়ছে।এ ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠান যদি তার পণ্যর মূল্যর চেয়ে ৫ টাকা বেশি দাম ধরে বিক্রি করত এবং বোতল ফেরতে দেওয়া মাধ্যমে ৫ টাকা করে ফেরত দিত তাহলে ঐ বোতল গুলো
খুব সহজেই কোম্পানি বোতল সংগ্রহ করে তা আবার রি-সার্কেলিং করে পুনরায় ব্যাবহার করতে পারত।তখন রাস্তা-ঘাট,নদী-নালা বা যেখানে-সেখানে এভাবে পরে থাকত না।কারন পরে থাকা  এ বোতলগুলো সংগ্রহ করে দোকানে বিক্রির সুযোগ থাকত।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments