বাড়িসিলেট বিভাগসিলেট জেলাক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন

ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময়: মোমিনুল ইসলাম মোমিন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::
ক্রীড়াঙ্গন নতুন করে গড়ে তোলার এখনই সময় উল্লেখ করে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বৈষম্যহীন এবং সমতাভিত্তিক ক্রীড়াঙ্গন প্রথম থেকেই কাম্য ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থান রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠা এবং সংস্কার সাধনের সেই সুযোগ করে দিয়েছে। ক্রীড়াঙ্গনে এই সুযোগ কাজে লাগাতে হবে।
বাস্তবতা হলো, কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গন ক্রমাগত গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রীড়াঙ্গনে দলীয় রাজনীতির প্রভাব বেড়েছে। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন অনুপস্থিত। অনুপস্থিত গণতান্ত্রিকভাবে পরিচালিত ক্রীড়াঙ্গন।
শুক্রবার (২৮ এ ফেব্রুয়ারি) সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে মিতালী যুব সংঘের আয়োজনে ও হাজী সোহরাব আলী স্কুল মাঠে নতুন বাজার প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষের প্রাণের রাজনৈতিক দল বিএনপিকে আরও শক্তিশালী ও বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষমতাচুত আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের শাসনামলে তাদের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই আওয়ামী লীগ যা করেছে, বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায়, জুলুম করা যাবে না।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে, ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। সে অনুযায়ী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এক হয়ে মাঠে থেকে কাজ করতে হবে। দলের বাইরে কোনো কাজ করবেন না। মনে করবেন না যে, বিএনপি ক্ষমতায় এসে গেছে। মানুষ পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না। শৃঙ্খলা ভাঙলে দলের কোনো নেতাকর্মীকে কোনো ছাড় দেওয়া হবে না।
মিতালী যুব সংঘের সভাপতি মোঃ চান খাঁন এর সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল হান্নানের পরিচালনায় নতুন বাজা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদকআনোয়ার হোসেন রাজু, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁন, পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, সহ-সভাপতি আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, মহানগড় যুবদল নেতা আব্দুল হাকিম সুমন, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আজির উদ্দিন সরকার, বিশিষ্ট মুরব্বি জুলহাস শিকদার, পূর্ব জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল খান রাজ্জাক, যুবদল নেতা আলাউদ্দিন আলাল, মিতালী যুব সংঘের সাধারণ সম্পাদক সাইদুল সরকার, অর্থ সম্পাদক ও ইউপি সদস্য দৌলত খান প্রমুখ।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, যুবদল নেতা রুকন আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সুমন শিকদার, সহ-সভাপতি পারভেজ শিকদার, পশ্চিম জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রিয়াঙ্গনের ব্যক্তিবর্গরা।
আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খাইরুল এভরিওয়ান হার্ট ফুটবল দলের মুখোমুখি হয় নতুন বাজার কিংস ফুটবল দল।
খেলায় নতুন বাজার কিংসহে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খাইরুল এভরিওয়ান হার্ট ফুটবল দল।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments