প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৪:০২ পি.এম
ক্ষেতের ধান খেয়েছে গরু : এই নিয়ে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

মোঃ মারুফ হোসেন শেরপুর শিক্ষানবিশ প্রতিনিধি
ক্ষেতের ধান খেয়েছে গরু, এই নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় হয়েছে সংঘর্ষ। সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই সংঘর্ষে আহত প্রায় অর্ধশত।
ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ঘসুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়। গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে উপজেলার আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরতর আহত দুইজনকে
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং অন্যদের সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল শনিবার বিকালে উপজেলার আস্তমা গ্রামের বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামে সুন্দর আলীর ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শনিবার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রবিবার সকাল থেকে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েক দফার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতাল জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, মারামারির আঘাত নিয়ে অনেকেই হাসপাতালে এসেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন কামরুপদলং গ্রামের মুতিবুর (২২), সুজন (৩০), নবীর হোসেন (২১), সাকিব (২০), আলাই মিয়া (২২), আলম আহমদ রনি (৩৩) সুন্দর আলী (৭০), বাতির মিয়া (৬০), মোশরাফ আলী (৫৫), আস্তমা গ্রামের নিজাম (৫০) মো. আছির উদ্দিন (২৫), ইমরান (২৪) সৌরভ(২১), ফয়জুল (৩৮), শাহীন (২২), নাছির উদ্দিন (৫০), সাদির (৪৪), সুনুর আলী (৪১), মরছব আলী (৪৫) প্রমুখ।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী সাংবাদিকদের বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত