স্বপন কুমার নাথ। স্টাফ রিপোর্টার।
ঋন গ্রহীতা সদস্য ও সরকারের মালিকানাধীন এ দেশের সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের মানিকছড়ি শাখায় গতকাল ব্যাংকের সন্মানিত সদস্যদের ছেলে মেয়েদের কে ২০২৪ সালের ১ম ষান্মাসিক বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রামীণ ব্যাংক মাটিরাঙ্গা এরিয়ার শ্রদ্ধেয় এরিয়া ম্যানেজার জনাব অখিল চন্দ্র দাশ বলেন, গ্রামীণ ব্যাংক এ দেশের দরীদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ঋন সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তন্মধ্যে সদস্যের সন্তানদের মাঝে প্রতি বছর ০৫ টি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান একটি আকর্ষণীয় ও জন নন্দিত প্রোগ্রাম।প্রতি বছর এ বৃত্তি ব্যাংকের শাখা, এরিয়া, যোন ও প্রধান কার্যালয় সহ মোট ০৪ টি পর্যায় থেকে ঘোষণা করা হয়। বৃত্তির আবেদন কারী ছাত্র ছাত্রী বৃন্দ প্রতি বছর সর্বোচ্চ মেধার ভিত্তিতে বিগত বছরের পরীক্ষার ফলাফল অনুযায়ী প্রতিটি শাখা পর্যায়ে ১০ জন, এরিয়া, যোন ও প্রধান কার্যালয় হতে ০৫ জন করে প্রতি বছর সারা দেশ থেকে প্রায় ২৭ হাজার ছাত্র ছাত্রী বৃত্তি পেয়ে থাকে। সে হিসাবে অত্র শাখায় এ পর্যন্ত ২১০ জন ছাত্র ছাত্রী কে প্রায় চার লক্ষ টাকার বেশী এবং এ পর্যন্ত সারা দেশে ব্যাংকের প্রায় চার লাখ চল্লিশ হাজারের ও বেশী ছাত্র ছাত্রী কে প্রায় ৭১ কোটি টাকা ছাত্র ছাত্রী বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ও গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখার শাখা ব্যবস্হাপক জনাব স্বপন কুমার নাথ বলেন, প্রতি বছর জুন এবং ডিসেম্বর মাসে আমরা ঋন গ্রহীতা সদস্যের ছেলে মেয়েদের মাঝে বৃত্তি প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা অত্র শাখায় বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রী ও শিক্ষার্থীদের মা এবং শাখার সহকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রানবন্ত পরিবেশে এ অনুষ্ঠান করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং ছাত্র ছাত্রীরা তাদের ভালো ফলাফলের স্বীকৃতি স্বরুপ বৃত্তি হাতে পেয়ে খুবই খুশী এবং তাদের অভিবাবকেরা ও সন্তুষ্ট।