
মো: জাকির হোসেন, খালিয়াজুরী ( নেত্রকোনা) শিক্ষানবিশ প্রতিনিধিঃ
সারাদেশর ন্যায় প্রতিপাদ্যকে সামনে রেখে খালিয়াজুরীতে ৫৩ তম সমবায় দিবস ২৪ উৎসব মুখর পরিবেশে সমাজের সমবায় অপরিসীম উদ্যোগে সম্ভাবনাময় সৃজনী শক্তি আত্মসামাজিক উন্নয়ন জাতীয় উন্নয়ন
কাজে উদেশ্য মুলক ও গনতান্ত্রিক বাংলাদেশের গড়ে তুলার লক্ষে সমবায় অপরিহায্য সম্পৃক্ত পেক্ষাপঠে জাতীয় ৫৩ তম সমবায় দিবস উদযাপন করা হয়। অন্তর্ভুক্তি মূলক বোনাস আন্টি গড়ে তোলার লক্ষ্যে সমবায় অপরিহার্য, উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তা আয়োজনে বেলা ১১ ঘটিকায় সমবায় দিবস উদ্বোধন করা হয়, শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তারপর র্যালি বের করা হয় উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলচনা সভা অনুষ্ঠিত হয়
মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, পরিদর্শক (খালিয়াজুরী) সঞ্চালনায় সভাপতিত্ব করেন আজিজুর রহমান (সমবায় কর্মকর্তা খালিয়াজুরী), প্রধান অতিথি, জনাব হাসিব উল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা খালিয়াজুরী আরো বক্তব্য রাখেন, এনামুল হক ছোটন, আহবায়ক উপজেলা যুবদল খালিয়াজুরী, এরশাদ মিয়া উইনিয়ন বি এন পি সাইফুল ইসলাম সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোস্তফা কামাল সম্পাদক উপজেলা তাঁতি দল, উপস্থিত ছিলেন উজ্জল মিয়া রুবেল তালুকদার, আসাদুজ্জামান (আঙ্গুর) মিয়া প্রমুখমো