
জাকির হোসেন ।।খালিয়াজুরী(নেত্রকোনা)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানবীর মিয়া (১৯) নামে এক জেলে নিহত হয়েছেন। এতে আরও দুই জেলে গুরু আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিলেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইয়ারাবাজ হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
খালিয়াজুরীর থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তানবীর মিয়া উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আহতরা হলেন, গছিখাই গ্রামের কুতুবউদ্দিন ভূইয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও পিয়াস (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তানবীরসহ তিনজন পাশ্ববর্তী ইয়ারাবাজ হাওরে নৌকায় করে মাছ ধরতে যায়। রাত দেড়টায় বৃষ্টি ও প্রচুর বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে তানবীরসহ তিনজনই গুরুতর আহত হন। প্অন্য জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন৷ মৃতের নিজ গ্রামে নিয়ে আসে। পরে তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন।
খালিয়াজুরীর থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গুরুতর আহত দুজনকে মমেক হাসাপাতালে পাঠানো হয়েছে।