বাড়িসিলেট বিভাগমৌলভীবাজার জেলাখেলাফত মজলিস কমলগঞ্জ পৌরশাখার ইফতার সম্পন্ন।

খেলাফত মজলিস কমলগঞ্জ পৌরশাখার ইফতার সম্পন্ন।

কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি 
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ পৌর শাখার  উদ্যোগে  রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ রমজান ১৪৪৬ হিজরি ১৪ মার্চ ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার 
 কমলগঞ্জ মজলিস মিলনায়তনে  খেলাফত মজলিস কমলগঞ্জ পৌরসভার  সভাপতি মাওঃ সদরুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে, মোহাম্মদ ইব্রাহিম খান  সঞ্চালনায় দলের সহ সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন আরিফ এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ হোসাইন আহমদ খালেদ 
আরো বক্তব্য রাখেন, পৌর সহ সভাপতি শাহীন আহমদ এবং জিহাদ আলী। 
প্রধানঅতিথি মাওঃ হোসাইন আহমদ খালেদ  বলেন তাকওয়া অর্জনে রমজানের গুরুত্ব অপরিসীম।আমরা আজ যেমন রমজান উপলক্ষে দল-মত নির্বিশেষে এখানে একত্রিত হয়েছি, আগামী নির্বাচনে দেশ জাতি ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করতে বাংলাদেশ সুন্দর এবং সমৃদ্ধি করতে  খেলাফত মজলিসের দেওয়ালঘড়ি  প্রতীকে ভোট প্রদান করতে হবে।দেশের এ সংকট মুহূর্তে সকল ইসলামী দলকে এক হয়ে কাজ করার আহবান জানান। সভাপতির বক্তব্যে মাওঃ সদরুল ইসলাম মাসুম বলেন  বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষের ভিতরে তাকওয়া আসবে। আর কোন মেয়েকে ধর্ষিতা হতে হবে না। আছিয়ার মত কোন মেয়েকে জীবন দিতে হবে না।কোরআন হাদিসের আলোকে জীবন গড়তে আহ্বান জানান, তিনি অনিয়ম দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ও আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ কমলগঞ্জ পৌরসভা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশনা দেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments