সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট - ২০২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪.০০ ঘটিকার সময় খোকসা জানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৃথক ফাইনাল খেলা দুটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্ত।
প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ৩-১ গোলে ব্যবধানে দেবীনগর সরকার প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চকহরিপুর সরকার প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। একই মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রাথমিক বিদ্যালয় শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে তিন দুই গোলে পরাজিত করে বরইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিতে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন, উপজেলা শিক্ষা অফিসার হোসেন মোহাম্মদ বিল্লাল, সরকারি শিক্ষা অফিসার নাহিদ আকবর।